লেখা কে বইতে দিতে হয়।
ঠিক যেমন জল বয়ে যায়
মধ্যাকর্ষণের ক্ষমতায়।
আলতো হাতে লিখে ছেড়ে দিতে হয়
সে লেখনী আপনি তৈরি করবে তার গন্তব্য।
পৌঁছে এক মন থেকে আরেক,
হয়তো ছুয়ে যাবে কিছু গহন প্রাণ
হয়তো ভিজিয়ে দেবে কিছু শুষ্ক হৃদয়;
আলতো ভাবে আদর করবে কোনো সোহাগি আশ্রয়।

Comments